E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বিজয় দিবসে ব্যতিক্রমী আয়োজন

২০২৩ ডিসেম্বর ১৬ ১৯:০৩:২২
বরগুনায় বিজয় দিবসে ব্যতিক্রমী আয়োজন

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : স্থানীয় উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি ও নতুন উদ্যাক্তা সৃষ্টি করতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরগুনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বরগুনায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন। স্থানীয় বেসরকারি সংস্থা সংগ্রাম, পিকেএসএফ ও ইফাদের সহযোগীতায় ও বাস্তবায়নে (১৬ ও ১৭ ডিসেম্বর) দুদিন ব্যাপি এ প্রদর্শনীতে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল মোট ০৫টি জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনী মেলায় উদ্যোক্তাদের নিজেদের তৈরিতে নকশিকাথা, হস্তশিল্প, শো-পিস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোমমেইড খাবার, হ্যান্ড পেইন্ট পোশাক, কসমেটিকস, ব্লক বাটিক, পাটজাত পণ্য, বিভিন্ন ধরনের আচারসহ ক্যামিক্যাল মুক্ত নানা রকম শুঁটকি মাছ প্রদর্শন ও সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়।

এসময় উদ্যোক্তারা তাদের নিজস্ব তৈরি করা পণ্যের মান তুলে ধরেন সেই সাথে নিজেদের তৈরি করা পণ্য প্রদর্শনীর সুযোগ করে দিতে জেলা প্রশাসনের এমন আয়োজন করায় ধন্যবাদ জানান অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

প্রদর্শনীতে আসা কয়েকজন দর্শনার্থী ও ক্রেতা বলেন, আমাদের স্থানীয় উদ্যোক্তাদের তৈরি সুন্দর সুন্দর পণ্য এই মেলার মাধ্যমে আমরা দেখতে পারলাম। স্থানীয় এই উদ্যোক্তাদের তৈরি পন্য আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বিক্রয় হচ্ছে। এই রকম মেলার আয়োজন করে তাদেরকে আরো উৎসাহিত করলে নতুন নতুন আরো উদ্যোক্তা তৈরি হবে।

পুলিশ সুপার আবদুস সালাম বলেন, জেলা প্রশাসনের এমন আয়োজনে স্থানীয় উদ্যোক্তারা আরো উৎসাহিত হবে। এতে আমাদের দেশের উৎপাদনকারী পণ্য ব্রাডিং হবে।

জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করতে আমরা একটি ভিন্নধর্মী প্রদর্শনী মেলার আয়োজন করেছি। যাতে করে তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় ও প্রচার করতে পারেন। ই-কমার্সের মাধ্যমে দেশ ও বিদেশে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারেন সে কারণেই আমাদের এই ভিন্নধর্মী প্রদর্শনী মেলার আয়োজন।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test