E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার ৫টি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ 

২০২৩ ডিসেম্বর ১৮ ১৮:২৭:১৮
গাইবান্ধার ৫টি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ 

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার ৫টি আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। 

প্রতিক বরাদ্দের সময় স্ব-ম্ব প্রার্থীসহ অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা নির্বাচন অফিসার আবদুল মোত্তালিবসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধি নিয়ে প্রার্থীদের অবহিত করেন রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল।

প্রতিক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৬ জন প্রার্থী রয়েছেন।

এরমধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, জাপার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), বাংলাদেশ কল্যান পার্টির আইরিন আক্তার (হাত ঘড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের খন্দকার রবিউল ইসলাম (ঘড়ি), এনএনপি’র মর্জিনা খান (আম), কৃষক শ্রমিক জনতা লীগের মো. আবু ববক্কর সিদ্দিক (গামছা), জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ (মশাল), বাংলাদেশ কংগ্রেসের মো. ফকরুল হাসান (ডাব), বিএনএফ’র ওমর ফারুক সিজার (টেলিভিশন), আওয়ামী লীগ স্বতন্ত্র আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি), স্বতন্ত্র জয়নাল আবেদীন (ট্রাক)।

গাইবান্ধা-২ (সদর) আসনে জাপা’র আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), আওয়ামী লীগ স্বতন্ত্র শাহ সারোয়ার কবীর (ট্রাক), আওয়ামী লীগ স্বতন্ত্র মোছা. মাছুমা আক্তার (ঈগল পাখি), এন এনপি’র জিয়া জামান খান (আম), জাসদের মো. গোলাম মারুফ মনা (মশাল)।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে আওয়ামী লীগের অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), জাপার মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল),আওয়ামী লীগ স্বতন্ত্র মো. আজিজার রহমান বিএসসি (ঢেঁকি) আওয়ামী লীগ স্বতন্ত্র সাহরিয়া খান বিপ্লব (ট্রাক), আওয়ামী লীগ স্বতন্ত্র মফিজুল হক সরকার (ঈগল পাখি), জাপা স্বতন্ত্র মো. মঞ্জুরুল হক (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান (গামছা), বাংলাদেশ কল্যান পার্টির মাহমুদুল হক (হাতঘড়ি), এনপিপি’র জাহাঙ্গীর আলম সরকার (আম),জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল)।

এছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), জাপার কাজী মশিউর রহমান ((নাঙ্গল), আওয়ামী লীগ স্বতন্ত্র মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক)।

অপরদিকে, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা), জাপার আতাউর রহমান সরকার আতা (লাঙ্গল), আওয়ামীলীগ স্বতš ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারার জাহাঙ্গীর আলম (কুলা) ও এনপিপির ফারুক মিয়া পেয়েছেন (আম) প্রতিক।

(আরআই/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test