E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র তৈরীর দায়ে ৪ শিক্ষকের কারাদন্ড

২০১৪ নভেম্বর ০৯ ১৭:১০:১৯
কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র তৈরীর দায়ে ৪ শিক্ষকের কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ঐ প্রশ্নের উত্তরপত্র তৈরীর দায়ে ৪ শিক্ষকের দুই বছর করে কারাদন্ড ও পাঁচ হাজার করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।

ম্যাজিস্ট্রেট রেবেকা খান জানান, চলতি বছরের চলমান জেএসসি গনিত পরীক্ষা চলাকালে শমসপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশ্ববর্তী শিক্ষক দেব কুমারের বাড়ির একটি কক্ষে পরিক্ষা কেন্দ্র থেকে বের করে আনা প্রশ্নপত্র অনুযায়ী চার শিক্ষক উত্তরপত্র তৈরী করছিলেন।

নির্ভরযোগ্য সূত্রে পাওয়া সংবাদে তিনি আইন শৃংখলা বাহিনীসহ ঘটনাস্থলে অভিযান চালান। এসময় চলমান গণিত পরীক্ষার প্রশ্ন ও তার উত্তরপত্রসহ শমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক দেব কুমার ঘোষাল, সরোয়ার হোসেন, আফিল উদ্দিন এবং আমলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিশ্বনাথ দাসকে হাতে নাতে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে আনিত অসাদুপায় অবলম্বনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো পনের দিনের কারাদন্ডের নির্দেশসহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


(কেএইচ/এসসি/নভেম্বর০৯,২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test