E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

২০২৩ ডিসেম্বর ২০ ১৯:৪৬:১৮
টাঙ্গাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ছোট মনির ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কমিটির চেয়ারম্যান নিভানা খায়ের জেসির স্বাক্ষরিত চিঠিতে তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে এবং একইদিন বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরকে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী গণসংযোগ করার জন্য ভূঞাপুর পৌর শহরের দারোগ আলী সুপার মার্কেটের দো’তলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কার্যালয় কার কর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাতের জন্য বসেন। এ সময় তার প্রচারণার সংবাদ শুনে বর্তমান এমপি সমর্থিত কর্মীরা ওই কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীদের ইটপাটকেলে ঢেলে অফিসের জানালার গ্লাস ভেঙে যায়। এছাড়া অফিসের নিচে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে বলেও অভিযোগ করেন। এ ঘটনায় নির্বাচন কমিশন টাঙ্গাইল বরাবর অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তাঁর অভিযোগ আমলে নিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরকে ২১ ডিসেম্বর বেলা আড়াইটায় নির্বাচন অনুসন্ধ্যান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অপরদিকে, গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন লিখিত অভিযোগ করেন যে, গত ১৯ ডিসেম্বর বিকালে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর সমর্থকরা মিছিল সহকারে ঝাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি, আসবাবপত্র ভাঙচুর ও কেন্দ্র খরচের টাকা ছিনিয়ে নেয় । অভিযোগ আমলে নিয়ে ২১ ডিসেম্বর বেলা ১১ টায় নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ভূঞাপুর-গোপালপুরে বুধবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনির ও স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু এই দুই প্রার্থীর কাছে ব্যাখা চেয়ে বৃহস্পতিবার তলব করা হয়েছে। এ সব এলাকায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(এসএএম/এএস/ডিসেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test