E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সন্ত্রাসী কর্মকান্ডে মানুষের হৃদয় থেকে নৌকাকে আলাদা করা যাবে না’

২০২৩ ডিসেম্বর ২৩ ১৮:১৭:৪২
‘সন্ত্রাসী কর্মকান্ডে মানুষের হৃদয় থেকে নৌকাকে আলাদা করা যাবে না’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, 'বাঙালির হৃদয়ে নৌকার বসবাস। এই নৌকা মার্কাই আমাদের স্বাধীনতা দিয়েছে। কোন সন্ত্রাসী কর্মকান্ডে মানুষের হৃদয় থেকে নৌকাকে আলাদা করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল। যার নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তাদের মনে রাখতে হবে। বাংলার মানুষ তাদের প্রত্যাখান করেছে। বাঙালির হৃদয়ে এখন নৌকা। আগামী দিনে ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে সকলে নৌকাকেই ভোট দিবেন।

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে শনিবার (২৩ ডিসেম্বর) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান এম.এ খালেক সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, সদস্য ও জেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ঈশ্বর চন্দ্র রায়, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু প্রেমানন্দ রায়, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রহমত আলী।

এর আগে নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে প্রচার-প্রচারণা পথসভা গণসংযোগ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test