E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাস’র উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্টের সমাপনী 

২০২৩ ডিসেম্বর ২৫ ১১:৫১:৩৬
সাস’র উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্টের সমাপনী 

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে বেসরকারি সংস্থা সাস এর উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সাভারে সাস প্রধান কার্যালয় কনফারেন্স রুমে বিকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারীগরী সহায়তায় এবং সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) কর্তৃক বাস্তবায়িত “সাসটেইনেবল এ্যান্টারপ্রাইজ প্রোজেক্ট-এর আওতায় “উপ প্রকল্প সাসটেইনেবল ডেইরি প্রডাকশন এন্টারপ্রাইজেস প্রজেক্ট এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর নির্বাহী পরিচালক হামিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ বাসনা আক্তার, বিসিএস (লাইফস্টক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ মো: হাবিবুর রহমান; সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা; সাভার উপজেলা লাইফস্টক অফিসার কৃষিবিদ মো: সাজেদুল ইসলাম; কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক উপ পরিচালক সালেহ আহমেদ; সাস এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের খামারীবৃন্দ, উপকারভোগী সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই প্রকল্প সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সাস এর উপ পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন মঞ্জুর মুর্শেদ এবং প্রকল্পের বিস্তারিত বিষয়ে উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ও সাস এর উপ পরিচালক কমল কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী বাবুল মোড়ল।

প্রকল্পের উদ্দেশ্যসমূহ-আধুনিক স্বাস্থ্য সেবা, খামার ব্যবস্থাপনা ও সুষম খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করে পরিবেশবান্ধব দুগ্ধ উৎপাদনে খামারীদের সচেতন করা ও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া; নিরাপদ দুধ এবং দুগ্ধজাত পণ্যের প্রচার ও প্রসারের উদ্যোগ নেয়া; দুগ্ধজাত পণ্য প্রক্রিয়ায় ও খামারের সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সমন্ধে সচেতন করে তোলা; সর্বপরি ব্যবসাগু”ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগগুলোতে পরিবেশ সম্মত টেকসই চর্চা বৃদ্ধি করার মাধ্যমে প্রযুক্তির প্রচলন, বিপণন সামর্থ্য বৃদ্ধি ও ব্রান্ড তৈরীতে সহোযোগিতার পাশাপাশি খামারীদের সক্ষমতা বৃদ্ধি করা এবং যার প্রেক্ষিতে আজকের আয়োজন ও উদ্যোগ গ্রহন।

উক্ত প্রকল্পটি গত ২০২১ সালের নভেম্বর মাস থেকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং ২০২৪ সালের জানুয়ারী মাসে শেষ হবে। যার কর্ম এলাকা হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলার সাভার সদর, ভাকূর্তা ও বনগাুঁও ইউনিয়ন এবং ধামরাই উপজেলার কুল্ল্যা, রোয়াইল ও সুয়াপুর ইউনিয়ন ভ’ক্ত ১০০০ খামারীর সমম্বয়ে মূলত এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ব্যবসাগুচ্ছ-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে পরিবেশের স্থায়ী ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে, ক্ষুদ্র উদ্যোগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে, পিকেএসএফ বাংলাদেশ সরকারের সহায়তায় বিশ্বব্যাংকের অর্থায়নে “সাসটেইনেবল এ্যান্টারপ্রাইজ প্রোজেক্ট-এর আওতায় “উপ প্রকল্প সাসটেইনেবল ডেইরি প্রডাকশন এন্টারপ্রাইজেস প্রজেক্ট-টি বাস্তবায়ন করছে।

(টিজি/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test