E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ময়মনসিংহে ট্রেনের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ, নিহত ৪ 

২০২৩ ডিসেম্বর ২৫ ১৭:৩৮:১৭
ময়মনসিংহে ট্রেনের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ, নিহত ৪ 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের শম্ভুগঞ্জে বলাকা এক্সপ্রেস ট্রেনের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেন শম্ভুগঞ্জ রেল ক্রোচিং-এ আসার সময় বালুবাহী ট্রাক ঢুকে পড়লে এ ‍দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার সহ ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এবং বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাটার দিয়ে কেটে দুই পুরুষ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test