E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে মিনিকেট চালের নামে চলছে প্রতারণা

২০২৩ ডিসেম্বর ২৬ ১৬:৪১:০৪
ঝিনাইদহে মিনিকেট চালের নামে চলছে প্রতারণা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে মিনিকেট চাল নিয়ে চালকল মালিকদের প্রতারণা বন্ধ হচ্ছে না। চিকন ধানের চাল তৈরি করে মিনিকেট বলে বাজারে ছাড়ছেন তাঁরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মিনিকেট নামে কোনো ধান আমাদের দেশে চাষ হয় না। অথচ মিনিকেট নামে চাল বাজার দখল করেছে। সরকার মিনিকেট প্রতারণা বন্ধ করতে পারছে না।

১৯৯০ সালের দিকে ভারতের একটি কিট বক্সে চাষীদের মধ্যে বিতরণ করা হয় একটি নতুন ধানের জাত। ভারতীয় চাষিদের মাধ্যমে এ ধান বাংলাদেশে আসে। সীমান্তবর্তী মহেশপুর, শার্শা, চৌগাছা, ঝিকরগাছা, জীবননগরের চাষীরা একই মাঠে চাষ করার সময় ভারতীয় চাষিদের কাছ থেকে বীজ সংগ্রহ করে চাষ শুরু করে। এ ধান চিকন ও ভাত ভালো হয়। চাষিরা এ ধানের নাম দেয় মিনিকেট। ধানটি ভালো বাজার পায়। চাষও বাড়তে থাকে। নির্দিষ্ট কিছু এলাকায় চাষ হতে থাকে। বাজারে ব্যাপক চাহিদা বাড়তে থাকে। আর সুযোগ নেয় এক শ্রেণীর চালকল মালিক।

জানা গেছে, আমাদের দেশে বিআর-২৮, বিআর-২৯, বিআর -২৮, বি আর-৪৯, বিনা-৭, বিআর- ৫৮, বিআর ৬৭, বিআর-৭৪, বিআর- ৮১, বিআর -৮৮, বিআর-৮৯, বিআর-৯২ ও বিআর- বিআর -৯৬ জাতের ধান চাষ করা হচ্ছে। এসব ধান চিকন। আর এসব ধানের চাল তৈরি করে মিনিকেট লেখা বস্তায় ভরে বাজারজাত করছে মিল মালিকরা। আবার কোনো কোনো চালকল মালিক সুপার মিনিকেট, স্পেসাল মিনিকেট লেখা বস্তায় বাজারে ছাড়ছে। তারা কেজিপ্রতি অন্তত ১০ টাকা হাতিয়ে নিচ্ছে।

চালের জাত মনিটরিং না করায় ব্যবসায়ীরা ফায়দা লুটছে। ঝিনাইদহের হামদহ এলাকার খুচরা ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস বলেন, মিলমালিকরা মিনিকেট বলে তাদের কাছে বিক্রি করছে। বস্তার ভেতর কী চাল আছে আমরা বলতে পারব না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাল ব্যবসায়ী বলেন, প্রশাসন বাজার তদারকি করলে ভেজাল মিনিকেট বিক্রি বন্ধ হবে।

ঝিনাইদহের নতুন হাটখোলার চাল ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, চালকল মালিকরা ভেজাল করছে। তাঁরা যা বলছেন আমরা তাই বিক্রি করছি। আমাদের কিছু করার নেই।

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, এক শ্রেণীর ব্যবসায়ী মিনিকেটের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। সারাদেশে একই অবস্থা। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test