E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ডায়ালাইসিস বন্ধ, রোগীদের চরম দুর্ভোগ    

২০২৩ ডিসেম্বর ২৬ ১৮:১৮:৩১
দিনাজপুরে ডায়ালাইসিস বন্ধ, রোগীদের চরম দুর্ভোগ    

শাহ আলম শাহী, দিনাজপুর : হঠাৎ পূর্ব ঘোষনা ছাড়াই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেবা বন্ধ  হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। দীর্ঘ ৪ মাস যাবত ডায়ালাইসিস সেবা ঠিকমত হচ্ছে না। সবচেয়ে কষ্টে পড়েছে হতদরিদ রোগীরা। অর্থের অভাবে তারা উপকরন কিনতে না পারায় জীবন রক্ষায় তাদের রাস্তায় নামতে হয়েছে।  

এতে ক্ষুদ্ধ হয়ে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করে। বিভিন্ন প্লাকার্ড নিয়ে দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রায় ৫০ জন ডায়ালাইসিস রোগী জীবন বাঁচাতে হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামানের কার্যালয় ঘেরাও করেন। পরিচালকের রুমের সামনের দরজার মেঝেতে বসে পড়েন রোগিরা।এ সময় তারা ডায়ালাইসিস চালুর দাবী জানায়।

এসময় কান্নজড়িত কন্ঠে রোগীরা জানায়,তারা ডায়ালাইসিস করতে না পারায় তাদের জীবন সংকাটাপন্ন হয়ে পড়েছে। অনেকে জীবন বাঁচাতে বাহির থেকে রিএজেন্ট কিনে এনে ডায়ালাইসিস করার কথা জানিয়েছেন।

হাসপাতাল সুত্রে জানা গেছে, এ - বি ফ্লুইড সহ উপকরন না থাকায় গত ৪ মাস যাবত ডায়ালাইসিস প্রায় বন্ধ। দরপত্রের জটিলতার কারনে উপকরন সরবরাহ না থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছেনা। ২২ দিন যাবত ডায়ালাইসিস ইউনিটে কোন ফ্লুইড না থাকায় একেবারের্ই বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি।

প্রসঙ্গত:দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে এখন ১১০ জন রোগী রয়েছে।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test