E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না.গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০১৪ নভেম্বর ১০ ১৩:১৯:১২
না.গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর জান্নাতুল ফেরদৌস জেনি হত্যা মামলায় স্বামী বদরুল আলম বাদশা ওরফে বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক লুৎফা বেগম সোমবার সকালে এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত বাদশা পলাতক ছিলেন। বাদশা নারায়ণগঞ্জ শহরের নলুয়া রোডের বজলুর রহমান ওরফে কাজল মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী জান্নাতুল ফেরদৌস জেনিকে গলাটিপে শ্বাসরোধের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠে বাদশার বিরুদ্ধে। ওই ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেফতারের পর বাদশা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। হত্যা মামলায় ২২জন সাক্ষ্য দিয়েছেন। যার মধ্যে ১৫জন ছিলেন প্রত্যক্ষদর্শী।


(ওএস/এইচআর/নভেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test