E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভার বনগাঁও ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচনী জনসভা

২০২৩ ডিসেম্বর ২৮ ২৩:২০:৩২
সাভার বনগাঁও ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভারের বনগাঁও ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা: মোঃ এনামুর রহমান এমপি’র পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে বনগাঁও এলাকায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাভারের গণমানুষের নেতা মঞ্জুরুল আলম রাজীব।

জনসভায় এসময় ঢাকা-১৯ এর নৌকার কান্ডারি ডা: এনামুর রহমান এমপিকে উপস্থিত সাধারণ ভোটারদের সামনে আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন করে মঞ্জুরুল আলম রাজীব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার আহবান জানান।

এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গত দশ বছরে ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন ডা: এনামকে দিয়েছেন। বিগত দশ বছরে সংসদীয় আসন ১৯২ তথা সাভার ও আশুলিয়ার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পাশাপাশি এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়নও তূলনামূলক ভাবে বেড়েছে। কমেছে চাঁদাবাজি এবং মাদকাসক্তির হার। এজন্যই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে ডা: এনামুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার সম্মানার্থে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীককে এবারও বিজয়ী করবেন আশা রাখছি।

জনসভায় এসময় আরও উপস্থিত ছিলেন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ প্রমুখসহ বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ।

(টিজি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test