E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় নৌকা প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল

২০২৩ ডিসেম্বর ৩০ ১৫:০৭:১৪
বরগুনায় নৌকা প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : নির্বাচন কমিশনের আচারবিধির তোয়াক্কা না করেই করেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টাকা বিতরণের ওই ভিডিওটি শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পরে ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী তিন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ৩মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, লাইনে দাড় করিয়ে আওয়ামীলীগ মনোনীত বরগুনা-১ আসনে নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু'র পক্ষে পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ভোটারদের হাতে টাকা গুজে দিচ্ছেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সদস্য, আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

খোঁজ নিয়ে জানাগেছে, গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আমতলীতে নৌকা প্রতিকের পথসভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ডের কাউসন্সিলর হাবিবের বাসায় নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে বসেই টাকা বিতরণ করছেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবীব।

ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়টি অনায়াসে মোবাইল ফোনে স্বীকার করেছেন প্যানেল মেয়র হাবিব। প্রথমে নিজ উদ্যোগে তার নির্বাচনী ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার কথা বললেও পরে তিনি পথসভায় আসা লোকজনকে জনপ্রতি ১০০টাকা করে দেওয়ার কথা স্বীকার করেন তিনি।ভোটের আগে কোন প্রার্থীর পক্ষে সাহায্য সহযোগীতা করা নির্বাচনী আচারবিধি লঙ্ঘন হওয়ার বিষয়টি তার জানা নেই বলে দাবী করেন তিনি।

বরগুনা-১ আসনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান বলেন, ভোটের আগে একজন প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা এটা আসলেই দুঃখজনক। এমনটা আমরা আশা করিনি।

তিনি আরো বলেন, ভোটের আগে ভোটারদের মাঝে টাকা বিতরণ করে নির্বাচনী আচারবিধি লঙ্ঘন করা হয়েছে। এসময় তিনি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে টাকা বিতরণ করে নির্বাচনী আচারবিধি লঙ্ঘন করার শাস্তির দাবি জানান।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ভিডিওটি আমিও দেখেছি । যদি কেহ এই ঘটনার বিষয়ে অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে যাথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test