E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

২০২৪ জানুয়ারি ০২ ১৬:২৮:৩২
মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জ-২ আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে চলছে প্রার্থীদের গানের সুরে জমজমাট প্রচারণা। বিশেষ করে প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) এড. সোহানা তাহমিনা। তাদের ঘিরে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণায় সরগরম হচ্ছে প্রতিটি ওয়ার্ড। প্রার্থী ও তাদের সমর্থকরা পথসভা–মিছিল করে পাড়া–মহল্লা চষে বেড়াচ্ছেন। সড়ক ও পাড়া–মহল্লা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। মাইকিং ও গণসংযোগে মুখরিত টঙ্গীবাড়ী-লৌহজং। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে৷

ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের ধরন। দিনে রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে এবারের প্রচারণায়। পিকআপ ভ্যান, অটোরিকশা, ঘৌড়ার গাড়িতে বিভিন্ন গানের সুরে প্রার্থীদের ডিজিটাল প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সরব প্রচারণা। কর্মী-সমর্থকরা প্রত্যন্ত অঞ্চল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করছেন। আবার রাস্তার মোড়ে মোড়ে করছেন কর্মী সভা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে সড়ক অলি গলি থেকে মাঠ ঘাট পাড়া মহল্লা। পাশাপাশি চলছে মাইকিং। এবারের মাইকে প্রচারের সময়সীমা হচ্ছে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

এবার মুন্সীগঞ্জ–২ আসনে ৯ জন প্রার্থীর লড়াইয়ে মাঠে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. সোহানা তাহমিনা (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জালাল ঢালী (আম), বিএনএফের মো. বাচ্চু শেখ ( টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. জাহানূর রহমান (সোনালী আঁশ), ইসলমী ঐক্যজোটের মোহাম্মদ শহিদুল ইসলাম (মিনার), স্বতন্ত্র মোহাম্মদ সাইরাজ খান (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের কামাল খান (ডাব) ও মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক (ছড়ি)৷

টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলা জুড়ে পোস্টার আর মাইকিং চললেও ভোটের আমেজ আর আগের মত নেই, বলছেন ভোটাররা। তাদের দাবি, নৌকার মতো অন্য প্রার্থীদের প্রচার ও পোস্টার দেখা যায় না। তবে ভোটাররা মনে করছেন এই ৯ প্রার্থীর মধ্যে মূল লড়াইটা হবে নৌকা মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ও স্বতন্ত্র পদে ট্রাক প্রতীকের জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনার মধ্যে।

এ দিকে নৌকা প্রতীকের সমর্থকরা এলাকায় এলাকায় নৌকায় ভোট চেয়ে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন৷ এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও এমিলির পক্ষে নৌকায় ভোট চান। নেতাকর্মীরা বলেন, সাগুফতা ইয়াসমিন এমিলি টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলায় অনেক উন্নয়ন কাজ করেছে। আবারও নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান।

এদিকে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকরা বলছেন, সুষ্ঠু ভোট হলে এবার এ আসনে পরিবর্তন আসবে।

নির্বাচনের ভোটের মাঠে ‘ভোটের মাধ্যমে কোন প্রার্থীর সাথে ফাইট হতে পারে’ প্রশ্নের জবাবে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আহসান কবির হাওলাদার বলেন, আমাদের সাথে ফাইট হবে না। আমরা মনে করি না ভোটের মাঠে আমাদের সাথে কারো ফাইট হবে। প্রার্থীতো অনেকেই আছে যে যার যার মতো নির্বাচন করছেন কিন্তু আমাদের সাথে ফাইট দেয়ার মতো প্রার্থী নাই।

লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আজিজুর রহমান বলেন, চারবার নির্বাচিত সাগুফতা ইয়াসমিন এমিলি আপা প্রথম ১৯৯৬ সালে সংসদের সংরক্ষীত মহিলা আসনের সদস্য মনোনীত হয়েছিলেন মুন্সীগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২০০৯,২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। লৌহজং-টঙ্গীবাড়ীতে এমন কোন ঘর নাই যে এমিলি আপার হাতের ছোঁয়া পরে নাই৷ দ্বাদশ জাতীয় নির্বাচনের মোট কাস্টিং ভোটের ৯০ শতাংশ ভোটে এমিলি আপা নির্বাচিত হবেন৷ এবার নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ আসনে লৌহজংয়ে ১০টি ও টঙ্গীবাড়ীতে ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত৷ মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৫১৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৯১৯ জন।

লৌহজং উপজেলায় রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩২৫ জন ও টঙ্গীবাড়ী উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ১০৮ জন।

(এনডি/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test