E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভার ও আশুলিয়াবাসী আবারও উন্নয়নের পক্ষেই রায় দিতে চায়

২০২৪ জানুয়ারি ০২ ১৮:৪৬:৫৯
সাভার ও আশুলিয়াবাসী আবারও উন্নয়নের পক্ষেই রায় দিতে চায়

তপু ঘোষাল, সাভার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি এবং দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

সাভারের সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের অনেকেই মনে করছেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি তাঁর নির্বাচনী এলাকা সাভার ও আশুলিয়ারবাসীর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গত ১০ বছরে ডাঃ মোঃ এনামুর রহমান এমপি নেতৃত্বে সারাদেশের ন্যায় সাভার ও আশুলিয়ার স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মধ্যদিয়ে সাভার ও আশুলিয়ার এলাকায় ব্যাপক পরিবর্তন এসেছে।

আসন্ন জাতীয় নির্বাচনে যারা আলোচনায় এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তালুকদার তৌহিদ জং মুরাদ নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাইফুল ইসলাম সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

স্থানীদের সাথে কথা বলে জানা যায়, তাদের ভাষ্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক আমরা সবাই চাই- তবে, সাভার ও আশুলিয়াবাসীর প্রত্যাশা চলমান উন্নয়ন অব্যাহত থাকুক। তারা আরো বলেন, বিগত ১০ বছরে সাভার ও আশুলিয়া অঞ্চলে ব্যাপক পরিবর্তন এসেছে। এটাই বাস্তবতা।

সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, নেতা-কর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়লেও আওয়ামী লীগের ভোটারদের মধ্যে কোনো বিভক্তি নেই। সাভার ও আশুলিয়া আওয়ামীলীগ ঐক্যবদ্ধ রয়েছে। তাঁরা ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই বিজয়ী করবেন।

এদিকে নৌকার প্রার্থী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় নিরলসভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকা নৌকা শ্লোগানে মুখরিত সাভার ও আশুলিয়ার অলিগলিতে।

এদিকে নৌকার প্রার্থী ডাঃ মোঃ এনামুর রহমান বিকেলে সাভার এক পথ সভায় বলেন, ‘আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই, তখন সাভার ছিল একটি বিধ্বস্ত নগরী। গত ১০ বছরে ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে এই এলাকার আমূল পরিবর্তন হয়েছে। তাই ভোটাররা আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

(টিজি/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test