E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর, আহত ১

২০২৪ জানুয়ারি ০৩ ১৪:৪১:৫২
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর, আহত ১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর। এ সময় ১ জনকে পিটিয়ে আহত করারও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম ঝিনুকমালা আবাসনের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, বিকেলে পাগলাকানাই এলাকায় ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা ছিল। পথসভা শেষে নৌকা প্রতীকের সমর্থকরা বাড়ি ফেরার পথে ঝিনুকমালা আবাসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা করে। এ সময় অফিসের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছেড়াসহ ১ জনকে পিটিয়ে আহত করে। এতে নিরাপত্তাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আবাসনে বসবাসকারীরা।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ঈগল প্রতীকের এক কর্মী।

(একে/এএস/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test