E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাইবান্ধায়-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

২০২৪ জানুয়ারি ০৩ ১৮:৩০:০২
গাইবান্ধায়-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মফিজুল হক সরকারের ঈগল প্রতীকের কর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শওকত আকবর আজম। 


স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের জলিল মেম্বারের বাড়ির পার্শ্বে এক ব্যক্তি চিৎকার করছিল। চিকিৎসার শুনে কাছে এসে দেখি মোটরসাইকেল রোধ করে তিন-চারজন শওকতকে এলোপাতাড়ি ভাবে তাঁর শরীরে আঘাত করতেছে। লোকজনের সমাগম দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘন কুয়াশার কারণে তাদের চিহ্নিত করা যায়নি।

স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত সহকারী উল্লাস বলেন, প্রার্থীর বাসায় আমাদের নির্বাচনী মনিটরিং টিমের সকল সদস্যদের নিয়ে রাতে মিটিং করা হয়েছে। শওকত মিটিং শেষ করে নিজের বাসায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। শওকতের হাত ভেঙে গেছে এবং তাঁর শরীরের প্রচুর আঘাত করা হয়েছে।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী মনিটরিং টিমের সদস্যর ওপর এমন ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে আজম এর স্ত্রী মালেকা বেগম মাহমুদা রাতেই পলাশবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরআই/এসপি/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test