E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই বিএনপির মিছিলে পুলিশের বাধা, ৩ পুলিশ আহত, গ্রেফতার ৩

২০২৪ জানুয়ারি ০৪ ২০:০৫:৫২
ধামরাই বিএনপির মিছিলে পুলিশের বাধা, ৩ পুলিশ আহত, গ্রেফতার ৩

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলা বিএনপির নেতা কর্মীরা বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে লাঠি সোটা নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করে দেশের বিখ্যাত সাপ্তাহিক হাটের মধ্যে অন্যতম বড় হাট কালামপুরে। আজ ছিল স্পাতাহিক হাট। এসময় তারা নির্বাচন বানচালের লক্ষ্যে সাধারণ মানেুষের মাঝে নির্বাচন বানচালে লক্ষ্যে লিপলেট লিপলেট বিলি করতে থাকে।

এ সময় পুলিশ ওই লাঠি সোটা নিয়ে বিএনপির মিছিল টিকে বাধা দেয় ।এসময় বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলা চালালে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি চত্র ভঙ্গ করা চেষ্টা করলে পুলিশ ও বিএনপির সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় ধামরাই থানার এএসআই সোবাহান সহ তিন জন পুলিশ আহত হয় বলে সংশ্লিষ্ট সুত্র দাবী করেছে।

ধামরাই থানার পুলিশ ওসি অপারেশন নির্মল দাশ জানান তিন জন পুলিশ বিএনপির মিঠিল থেকে হামলায় আহত হয়েছেন। এসময় ওাই মিছিল থেকে তিন জন হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে।রাতেই এব্যাপারে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ও জন মনে বিভ্রান্তি ছড়ানো ও আইনর্শংখলার অবনতি ঘটানোর অপরাধে এক মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছেন। কেউ আইনের উধ্বে নয় অভিযান চলবে।

দীর্ঘ সময় কালামপুর হাঠে চরম বির্পজয় নেমে আসে। হাটের মানুষ জন ভয়ে ছুটাছুটি করতে থাকে। একপর্য়ায়ে বিএনপির মিছিলে থাকা সবাই সরে পরে। পরিস্থিতি শান্ত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েক জন মিছিল কারীও আহত হবার খ্বর শোনা গেছে।

গত কয়েক দিনে বিএনপির পক্ষ থেকে ধামরাই পৌর সভা সহ কয়েক স্থানে ভোর বেলায় নির্বাচন বর্জনের দাবীতে জটিকা মিছিল বের করেছে।

(ডিসিপি/এএস/জানুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test