E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর ৩ ক্যাম্পে আগুন!

২০২৪ জানুয়ারি ০৫ ১৫:০০:৩৩
বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর ৩ ক্যাম্পে আগুন!


মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তিনটি প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ০৭ জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে  ভীতিকর পরিস্থিতি তৈরি করতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন প্রশাসন।

ঘটনাস্থলগুলোতে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) ভোর রাতে সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি বাজার ও ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া বাজারের নৌকা প্রতীকের নির্বাচনি প্রচার ক্যাম্পের তালা ভেঙে এবং বুর্জিরহাট বাজারের কম্পটির কাঠের দরজায় অগ্নিসংযোগ করা বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী ও নৌকা প্রতিকের সমর্থকরা। বুর্জিরহাটর বাজারের ক্যাম্পটির দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অপর দুটি ক্যাম্পের ভিতরে থাকা টেবিল, চেয়ার, ব্যানারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

এ বিষয়ে ফুলঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসেন বলেন, প্রতিদিনেরমত গতরাতেও আমরা প্রচারক্যাম্পে তালা দিয়ে যে যার বাড়ি চলে যাই। পরে সকালে খবর পাই রাতেই আমাদের তিনটি প্রচারক্যাম্পে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। পরে ক্যাম্পে এসে দেখি ক্যাম্পের তালা ভাঙা ও ভিতরে আসবাবপত্রগুলো পোড়া অবস্থায় দেখতে পাই।

ঘটনার বিষয়ে বরগুনা-১ আসনে নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু'র মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, কে বা কাহারা ঘটনার সাথে সম্পৃক্ত তা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি তবে সনাক্তের চেষ্টা চলছে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করতে হয়তো এ অগ্নি সংযোগ করা হতে পারে। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

(এসএস/এএস/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test