E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা

২০২৪ জানুয়ারি ০৫ ১৫:০২:৩৪
নীলফামারীতে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘একজন প্রার্থীর আচরণ আমরা দেখছি। দুই টার্ম উপজলো চেয়ারম্যান, এক মেয়াদে জেলা পরিষদ প্রশাসক ছিলেন, অতীতে তিনি কি করেছেন, আগামাীতে তিনি কি করবেন, এ সমস্ত কোন কথা তিনি ভোটারদের কাছে বলছেন না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমাদের প্রার্থীর চরিত্রহনণের জন্য তিনি নির্বাচন করছেন ! তিনি প্রত্যেকটা সভায় কুরুচিপূর্ণ ভাষায় আমাদের প্রার্থী সম্পর্কে বিষোদগার করছেন । আমাদের প্রার্থী উদারতার পরিচয় দিয়েছেন। এই আসনে আসাদুজ্জামান নূর ব্যতিত অন্য কোন প্রার্থী যদি থাকতো তবে, তিনি নির্বাচন তো দূরের কথা বাসা থেকে বের হতে পারত না।’

’কোন প্রার্থীই অন্য কোন প্রাথীর বিরুদ্ধে কোন কথা বলছি না, নির্বাচনের রীতি-নীতি মেনে আমরা আমাদের বক্তব্য রাখছি। আগামীতে আমরা কি করতে চাই, অতীতে আমাদের দল কি করেছে, সেই সব কিছুই আমরা ভোটারদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচনের সকল রীতি-নীতি উপেক্ষা করে তিনি আমাদের যা শোখাচ্ছেন, একজন বর্য়ান রাজনীতিবিদের কাছে এমনটা আশা করা যায় না।

এক সময়ের আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক পরিচয় দানকারী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সম্পর্কে পথসভাটি সঞ্চালনাকালীন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, এক সময় আমাদের দলে থাকাকালীন সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা তার হাতে লাঞ্ছিত হয়েছে।

নীলফামারীতে শেষ মুহূর্তের প্রচারণায় বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া এই সভাটি চলে রাত ১০টা পর্যন্ত। পৌর আওয়ামী লীগ আয়োজিত এই পথসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামান আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম প্রমুখ।

জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, এক সময়ের মঙ্গাপীড়িত অঞ্চল ছিল এটি। রাস্তা-ঘাট, যোগাযোগ, বিদ্যুত কোন কিছু্ ছিল না, সেই নীলফামারী এখন আলোয় আলোকিত, নীলফামারীর এই অসান্য অগ্রগতি সাধিত হয়েছে আসাদুজ্জামান নূরের হাত ধরেই।

২০০১ সালের জুন মাসে নীলফামারীর উত্তরা ইপিজেট চালুর প্রেক্ষাপট বর্ণনা করে নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেন, অক্টোবরে ভোট হলো, কিন্তু আমাদের দল ক্ষমতায় এলো না। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া। সে সময় এই আসনের এমপি হিসেবে উন্নয়নের জন্য ১ টাকাও বরাদ্দ দেওয়া হয় নাই।

এ সময় আসাদুজ্জামান নূর আরও বলেন, সে সময় এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ক্ষমতায় এসেই খালেদা জিয়া আমাদের এলাকার উত্তরা ইপিজেডটি তিনি বন্ধ করলেন, বিদ্যুত দিয়ে ইপিজেট চলবে না, লোকসান হবে, বিনিয়োগকারীরা কোটি কোটি টাকা খরচ করে কলকারখানা করবে না। ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া এই উদ্দোগকে তিনি 'ভূয়া প্রকল্প' আখ্যা দিয়ে ইপিজেটটি বন্ধ করে দিলেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে আসাদুজ্জামান নূর বলেন, একজন প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের এমপি থাকায় ২০০১ সালে ক্ষমতায় এসে তিনি এলাকাটিকে উন্নয়ন বঞ্চিত করলেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, আজ উত্তরা ইপিজেডে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুত দিয়ে কারখানা চলছে। এখানে কোটি কোটি টাকা খরচ করে বিনিয়োগকারীরা কারখানা তৈরি করছে। তাদের কি লোকসান হচ্ছে। লোকসান হলে এখানে তারা বিনিয়োগ করতে আসতো না। বেগম খালেদা জিয়া কিভাবে বুঝেছিলেন যে বিদ্যুত দিয়ে কারখানা চলবে না।

স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বৃহস্পতিবার রাত ১০টার পরে পথসভা করেছেন শহরের আনসার ক্যাম্পে। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন জাসদের রাজনীতিতে যুক্ত থাকা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, ঘুষ-দুনীতিতে ভরে গেছে, স্কুল-কলেজ নাই, ভারী শিল্প প্রতিষ্ঠিান নাই। হাসপাতালে চিকিৎসা হয় না, মানুষ অসহায় অবস্থায় থাকে, আরেক দল এসে বলে উন্নয়নে ছেড়ে গেছে, মেডিকেল কলেজের নামে ভন্ডামী চলছে। সাইনবোর্ড উড়ে গেছে। কি করছেন আপনারা ?

(ওআরকে/এএস/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test