E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীর ইতিহাসে নৌকার স্মরণকালের নির্বাচনী জনসভা

২০২৪ জানুয়ারি ০৫ ১৭:১১:৪৩
ঈশ্বরদীর ইতিহাসে নৌকার স্মরণকালের নির্বাচনী জনসভা

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর স্মরণকালের ইতিহাসে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে বাস টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু’র ছেলে গালিবুর রহমান শরীফ সংসদ সদস্য নির্বাচিত হলে সাধারণ মানুষের মানুষের চাওয়া-পাওয়া পূরণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

জনসভায় গালিব বলেন, 'আমার যা জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তার সবটুকু দিয়ে আপনাদের চাওয়া-পাওয়া পূরণ করতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের চাওয়া-পাওয়া পূরণের জন্য আমি ঢাকায় দৌড়ে যাবো। এই এলাকার মানুষের প্রয়োজন মেটাতে আমি সবই করবো। আমি ছোটবেলা থেকে দেখেছি, বাবা কীভাবে কাজগুলো করেছেন। আমিও আপনাদের জন্য কাজ করতে চাই। আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

এ সময় তিনি জামায়াত-বিএনপির 'জ্বালাও-পোড়াও' আন্দোলনের সমালোচনা করে বলেন, 'লন্ডন থেকে নির্দেশ দিচ্ছে। আপনারা যেনো জ্বালাও-পোড়াও করে তাকে মতায় আনেন। এটা বাংলাদেশের মানুষ কখনও মেনে নেবে না। আপনাদেরও বলছি, তারেক রহমান আপনাদের ভালো চায় না। আপনারা বিপদে পড়লে তারেক রহমান দেখতে আসবেন না। এখনও সময় আছে। শেখ হাসিনার ছায়াতলে আসেন। উন্নয়নের বাংলাদেশের সঙ্গী হন।'

সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল প্রমূখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test