E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে যুবলীগ নেতা হত্যা, প্রতিবাদে ভাঙচুর-অগ্নিসংযোগ

২০১৪ নভেম্বর ১১ ১০:৫২:০১
রংপুরে যুবলীগ নেতা হত্যা, প্রতিবাদে ভাঙচুর-অগ্নিসংযোগ

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সোমবার গভীর রাতে ইমরানকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

এদিকে হত্যার প্রতিবাদে সকাল থেকে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ইমরানের সমর্থকরা।

এ সময় উভয় গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ৩০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় তিনটি বাস ও একটি অটোতে অগ্নিসংযোগ করা হয়েছে।

এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্তায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

ইমরানের সমর্থকদের দাবি, এ হত্যায় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ জড়িত। তাই মঙ্গলবার সকালে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মজিদ গ্রুপের সঙ্গে যুবলীগ ও মোটর মালিক সমিতির লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ফলে সকাল থেকেই রংপুরের সঙ্গে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। উভয় গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া চ্যানেল আই রংপুরের ক্যামেরাম্যান সুমনকে মারপিট ও তার ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে।

পুলিশ সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ ছাড়াও লাঠিচার্জ করেছে।

(ওএস/এইচআর/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test