E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিকান্ড

২০২৪ জানুয়ারি ০৬ ১৩:৫৭:৪৫
মৌলভীবাজারে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিকান্ড

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে মৌলভীবাজারের একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ভোট কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই স্কুলটি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র।

পুলিশ বলছে, দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর জন্য এঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ‍্যালয় ম‍্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু এবং সহকারি শিক্ষক গোপন চক্রবর্তী জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে ৪জন দুর্বৃত্ত একটি প্লাষ্টিকের বোতলে দাহ‍্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বিদ‍্যালয়ের ৩টি কক্ষের সামনের দরজার আংশিক পুড়ে যায়। তবে ঘটনার সময় কেন্দ্রটিতে কোন পাহারাদার না থাকায় তা ছিলো অরক্ষিত। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন ও গণমাধ‍্যমকর্মীরা সেখানে উপস্থিত হন।

এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা নাসরিন চৌধুরী এবং মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

রাত সোয়া ১১ টার দিকে সহকারি রিটার্নিং কর্মকর্তা নাসরিন চৌধুরী মুঠো ফোনে জানান, সম্ভবত আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এঘটনা ঘটাতে পারে। এখন থেকে যে যে স্কুল গুলোতে ভোট কেন্দ্র রয়েছে সেগুলোর দ্বায়িত্বে থাকা দফতরিকে রাত জেগে কেন্দ্রে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে টহল জোরদারের জন্য বলা হয়েছে।

আর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, সম্ভবত দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটাতে পারে।

(একে/এএস/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test