E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলিতে একযোগে ১০টি খড়ের গাদায় আগুন

২০২৪ জানুয়ারি ০৬ ১৬:২৬:৪৩
হিলিতে একযোগে ১০টি খড়ের গাদায় আগুন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে একযোগে১০টি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জের তিনটি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। 

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০ টায় হাকিমপুর ( হিলি) উপজেলার আলীহাট ইউনিয়নের রিকাবি গ্রামে কে বা কারা খড়ের গাদাগুলোতে একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।

ওসি দুলাল হোসেন বলেন, দুর্বৃত্তরা খড়ের পালাতে গাদায় দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ ঘটনাস্থলে যাই।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শত্রুতামূলক ভাবেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুই বছর আগেও একই ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগে। আমরা তদন্ত করছি, পরে বিস্তারিত জানানো হবে।

হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, নাশকতা ঘটাতেই দুর্বৃত্তরা গ্রামের ১০টি খড়ের গাদায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা থেকে আরও দুইটি ইউনিট এসে অংশগ্রহণ করে। তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি।

(এসএস/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test