E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ

২০২৪ জানুয়ারি ০৬ ১৮:৫১:৩৩
টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে সংঘটিত অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে পরিত্যক্ত ভবনের একটি দরজা পুরোপুরি ও অপর একটি দরজার আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী চৌধুরী, পারভীন আক্তার, মাহমুদা সিদ্দিকা ও রোকসানা বেগম জানান, খবর পেয়ে তারা দ্রæত বিদ্যালয়ে পৌঁছে আগুন নেভানো হয়েছে দেখতে পান। তারা ধারণা করছেন, দুষ্কৃতকারীরা দরজার কাছে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়েছে। পরিত্যক্ত ঘরের দরজায় অগুন দেওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচনে ভোটগ্রহনেও কোন সমস্যা হবেনা।

বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মাজেদুর রহমান জানান, রাতে তিনি বিদ্যালয়ের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় থাকেন। শনিবার ভোর পৌনে ৬টার দিকে স্থানীয় জনৈক মুরব্বির ডাকে তিনি দৌঁড়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিদ্যালয়ের শিক্ষকদের খবর দেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, শনিবার সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর জানায়। তিনি বিদ্যালয়ে গিয়ে দেখতে পান- আগুনে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

(এসএম/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test