E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে তিনজন প্রিজাইডিং কর্মকর্তাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

২০২৪ জানুয়ারি ০৬ ২১:৪০:৫৬
দিনাজপুরে তিনজন প্রিজাইডিং কর্মকর্তাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শাহ আলম শাহী, দিনাজপুর : আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনে তিনজন প্রিজাইডিং কর্মকর্তাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ তাদেরকে অব্যাহতি প্রদান করেছেন।

অব্যাহতি পাওয়া ওই তিন কর্মকর্তা হলেন, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গৌরাঙ্গ পাল, বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম এবং বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী। এই তিনজনের স্থলে নতুনভাবে নিয়োগ করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক সামসুজ্জামান, উপজেলা ইউআরসি পরিদর্শক মোস্তাকিমা খানম।

ওই আসনে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনবারের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। দলীয় মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাকারিয়া জাকা। এছাড়াও বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে হাতুড়ী প্রতীকে আব্দুল হক, এনপিপি থেকে আম প্রতীকে জহুরুল ইসলাম এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে শাহিনুর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকা আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ এনে কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। লিখিত অভিযোগের সাথে ওই তিন কর্মকর্তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিভিন্ন স্থির চিত্র ও ভিডিও ডকুমেন্ট সংযুক্ত করেছিলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, একজন প্রার্থী কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। আমরা তদন্ত কার‌্যক্রম করেছি। তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ও প্রশ্নবিদ্ধ হওয়া থেকে মুক্ত রাখতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। একইসাথে ওই তিন কর্মকর্তার স্থলে নতুনভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

(এসএএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test