E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

২০২৪ জানুয়ারি ০৭ ০০:৩০:১৮
ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় ধাওয়া করে শাহিন নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৬ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীরে গণপিটুনী দিয়েছে। তাকে আটক করে চিকিৎসার ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, রাত ১০টার দিকে একদল যুবক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও একজনকে ধরে গণপিটুনী দেয় এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। তারাই হামলা প্রতিরোধ করেছে। আগামীকাল উৎসবমূখর পরিবেশে ভোট উৎসব হবে। যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের জনগনই প্রতিরোধ করবে।

(এমএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test