E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

২০২৪ জানুয়ারি ০৭ ১৪:৫৭:০৫
ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে সকাল থেকে অত্যন্ত শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসব মখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রেই সকাল এগারটা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। শুরু তেই এমপি বেনজীর আহমদ ভোট দেন তার কুশুরা কেন্দ্রে। তিনি জনগনের ভোটে এবারো বিজয়ী হয়ে জনগণের সেবা করবেন বলেন।

আজ রবিবার সকাল আটটায় শুরুতেই কাচি মার্কা প্রার্থী মোহাদ্দেছ হোসেন ভোট দিয়েছেন তার কেন্দ্র ধামরাই পৌর এলাকার এক নং ওর্য়াডে দুপুর বারটা পর্যন্ত ধামরাইয়ের সর্বত্র শান্তি পূর্ণ পরিবেশে ভোট চলছে। সোবাহান মডেল স্কুলে ভোটারদের উপস্তিতি লক্ষনীয়। এখানে নারী ভোটারদের উপস্থিতি বেশী। সকাল এগারটা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে। শতকরা পচিশ ভাগ। ইসলামপুর কেন্দ্রে নারীদের উপস্তিতি বেশী। এখানে সকালে ভোটাদের উপস্তিতি কম ছিলা। কুমড়াইল মনিং ভিউ স্কুলে নারী ভোটার সহ ভোটাদের উপস্তিতি ছিল অনেক বেশী। ধামরাই সেন্ট্রাল স্কুল কেন্দ্র এক নং পৌর ওর্যাডের কেন্দ্র।এখানে সকাল এগার মধ্যে ২৩৯৫ ভোটের মধ্যে ভোট পড়েছে পাচ শতটি।

শান্তি পুর্ন পরিবেশে ভোট গ্রহনে সার্ব ক্ষনিক নজর দারীতে রয়েছেন পুলিশ, আনসার এর পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী রয়েছে মোতায়েন। গোপন সজর দারী করছেন সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া পুরো উপজেলার সর্বত্র বিজ্ঞ ম্যাজিষ্ট্রট মোবাইল কোর্ট টিম কঠোর ভাবে দায়িক্ব পালন করেছেন পুরোপুরি কড়া নিরপত্তার মধ্য দিয় চলছে ধামরাইয়ের সংসদ নির্বাচন। পৌর সভার ৩নং ওর্য়াডের সোবাহান মডেল! স্কুল কেন্দ্রে ধামরাইয়ে সকাল থেকে অত্যন্ত শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। উৎসব মখর পরিবেশে চলছে ভোট গ্রহন। প্রতিটি কেন্দ্রেই সকাল এগারটা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী।শুরু তেই এমপি বেনজীর আহমদ ভোট দেন তার কুশুরা কেন্দ্রে।তিনি জনগনের ভোটে এবারো বিজয়ী হয়ে জনগণের সেবা করবেন বলেন। সকাল আটটায় শুরুতেই কাচি মার্কা প্রার্থী মোহাদ্দেছ হোসেন ভোট দিয়েছেন তার কেন্দ্র ধামরাই পৌর এলাকার এক নং ওর্য়াডের সেন্ট্রাল স্কুল কেন্দ্রে।

ভোট দিয়ে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। দুপুর বারটা পর্যন্ত ধামরাইয়ের সর্বত্র শান্তি পূর্ণ পরিবেশে ভোট চলছে। সবোহান মডেল স্কুলে ভোটারদের উপস্তিতি লক্ষনীয়। এখানে নারী ভোটারদের উপস্থিতি বেশী সকাল এগারটা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে। শতকরা পচিশ ভাগ।

ইসলামপুর কেন্দ্রে নারীদের উপস্তিতি বেশী।এখানে সকালে ভোটাদের উপস্তি কম ছিলা। ধামরাই সেন্ট্রাল স্কুল কেন্দ্র এক নং পৌর ওর্যাডের কেন্দ্র।এখানে সকাল এগার মধ্যে ২৩৯৫ ভোটের মধ্যে ভোট পড়েছে পাচ শতটি।

শান্তি পর্ন পরিবেশে ভোট গ্রহনে সার্ব ক্ষনিক নজর দারীতে রয়েছেন পুলিশ, আনসার এর পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী রয়েছে মোতায়েন। গোপন সজর দারী করছেন সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরোপুরি কড়া নিরপত্তার মধ্য দিয় চলছে ধামরাইয়ের সংসদ নির্বাচন।

পৌর সভার ৩নং ওর্য়াডের সোবাহান মডেল! স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন দূর্গা রাণী ঘোষ (৫৮)। তিনি বলেছেন ভোট দিলাম খুব সুন্দর পরিবেশে।

ভোটার যুথি বলেন, কোনো ঝামেলা নাই। ভোট দিলাম ভালো লাগছে।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test