E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি

২০২৪ জানুয়ারি ০৭ ১৬:০৩:২৪
ঈশ্বরদীতে কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর লক্ষ্যে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে ভোট কেন্দ্রের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পাশে গোকুলনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহত বা কেন্দ্রে ভোটারদের উপর বিরূপ প্রভাব পড়ার কোন খবর পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের সাথে সাথে উপজেলা ও পৌর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে দূর্বৃত্তদের ধাওয়া করে। তাৎণিক আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, সকালে এ এলাকায় কয়েক দফায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এখন আবার ককটেল ও গোলাগুলি করেছে দূর্বৃত্তরা। যেকারণে এলাকার লোকজন এস এম স্কুল কেন্দ্রে ভোট দিতে যেতে ভয় করছেন।

ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশব বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে নৌকার জয় নিশ্চিত হবে। ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর জন্য বিএনপি সমর্থিত লোকজন এরকম নাশকতা সৃষ্টি করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা ভোটারদের আতংক সৃষ্টি করতে ফাঁকা জায়গায় এসব ঘটনা ঘটাচ্ছেন। তাদের ধাওয়া করলে ফাঁকা মাঠে ২-৩ রাউন্ড গুলি বর্ষণ করে। তবে আমরা আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছি।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test