E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর সদর আসনে নির্বাচন স্থগিত চেয়ে পুনর্নির্বাচন দাবি

২০২৪ জানুয়ারি ০৭ ১৮:১২:১২
জামালপুর সদর আসনে নির্বাচন স্থগিত চেয়ে পুনর্নির্বাচন দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর আসনে '১৫টি ইউনিয়ন ও পৌরসভার সকল কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে অবৈধভাবে সিল মারা'র অভিযোগ তুলে নির্বাচন স্থগিত চেয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এবং দায়ের করা অভিযোগে জানা গেছে, 'আমার পুলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সকল কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে অবৈধভাবে সিল মেরে বাক্স ভরে রেখে আমার সুনিশ্চিত বিষয়কে নসাৎ করা হয়েছে। প্রশাসনের সকল স্তরের সহযোগিতা নিয়ে আবুল কালম আজাদ নৌকা সমর্থিত দুর্ধর্ষ কর্মীরা গত ১ সপ্তাহ ধরে রাতের অন্ধকারে সাধারণ ভোটারদের বাড়িবাড়ি গিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করে প্রভাবিত করে আসছে এবং আমাদের বিভিন্ন কেন্দ্রে ভাংচুর, অগ্নিসংযোগ, কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, মারাত্মক ভয়ভীতি প্রদর্শন করাসহ নানা অপকৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিগত ১ সপ্তাহে আমার অসংখ্য নেতাকর্মীদের ওপর অসংখ্য মামলা দিয়েছে। যাতে করে আমার নেতাকর্মীরা ভোটের দিন মাঠে না থাকে।'

তিনি আরও জানান, 'ভোটের দিন সকাল থেকেই আমার বিভিন্ন কেন্দ্রে পুলিং এজেন্টেদের ভয় দেখানো হয়েছে এবং অন্যান্য নির্বাচনী প্রতিনিধিদেরকে কেন্দ্র এবং মাঠ থেকে সরিয়ে দিয়েছে। নির্বাচন যে সুষ্ঠু হয়নি তার বাস্তব প্রমাণ হলো মেষ্টা ইউনিয়নের অন্তর্গত কেন্দ্র নং- ১০৩, হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতেনাতে ভুয়া ভোট ধরা পড়েছে এবং সংবাদমাধ্যমের কর্মীরা সেটা প্রচার করেছে ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে আপনাকে বারবার অবগত করা হয়েছে। বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা প্রত্যক্ষ করেছেন এবং সংবাদ প্রকাশ করেছেন।'

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শফিউর রহমান জানান, 'তিনি কী অভিযোগ দিয়েছেন, তা আমরা পর্যালোচনা করব।'

(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test