E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুর-০১ আসনে নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী

২০২৪ জানুয়ারি ০৭ ২১:২২:৩৪
মাদারীপুর-০১ আসনে নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-০১ সংসদীয় আসনে নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন বেসরকারিভাবে বিপুলভোটে বিজয়ী হয়েছে। ১০২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিন্দন্দ্বী লাঙ্গল প্রতিকের মোতাহার হোসেন চৌধুরী সিদ্দিক পেয়েছে ১ হাজার ৮২৬ ভোট। রবিবার সন্ধ্যায় সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

একাধিক সূত্র জানান, মাদারীপুর-০১ আসনে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হোসেন খান। শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-০১ আসন। এখানে মোট ভোটার ৩ লাভ ১ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন, ১ লাখ ৪৩ হাজার ৭৮১ জন নারী ভোটার ও হিজড়া ৩ জন। ১০২টি ভোটকেন্দ্রে ফলাফল সূত্রে নৌকার প্রার্থী ১ লাখ ৯৪ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। ১০২টি ভোটকেন্দ্রের সবগুলোর কেন্দ্রের প্রাপ্ত তথ্য বিষয়টি নিশ্চিত করেছে শিবচর উপজেলা প্রশাসন।

মাদারীপুর-০১ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সকল প্রার্থীর প্রাপ্ত ভোটের তথ্য নির্বাচন কমিশন পাঠানো হয়েছে।

(এএসএ/এএস/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test