E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকার প্রার্থী বেনজীর আহমদের হ্যাট্রিক জয়

২০২৪ জানুয়ারি ০৭ ২২:৫০:৪৪
নৌকার প্রার্থী বেনজীর আহমদের হ্যাট্রিক জয়

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলা বিপুল ভোটে নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ৮৩৭০৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ মোহাদেচ্ছ হোসেন কাচি মার্কা প্রাতীক ভোট পেয়েছেন ৫৪৬১৩। ২৯০৯৬ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এই নিয়ে তৃতীয় বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন বেনজীর আহমদ।

এছাড়া অন্য প্রার্থীরা ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমএ মালেক ট্রাক মার্কা নিয়ে ভোট পেয়েছেন ২১২৩৬ ভোট,লাঙ্গল প্রতিক নিয়ে সাবেক এমপি খান মোহাম্মদ ই¯্রাফিল ছোট পেয়েছেন ১২৭৯ ভোট,মুক্তিজুটের প্রার্থী আমিনুর রহমান ছড়ি মার্কা নিয়ে ভোট পেয়েছেন ২৭৫ টি,বাংলাদেশ সুপ্রীম পার্টিীর মোঃ মিনহাজ উদ্দিন একতারা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ২৭৮ টি,ন্যাশনাল পিপলস পার্টীর রেবেকা সুলতানা আম মার্কা নিয়ে ২১৪ ভোট পেয়েছেন । মোট বৈধ ভোট পড়েছে ১৬১৬০৪ টি,বাতিল ভোট পড়েছে ৩৪৬৯ টি, সর্ব মোট প্রদতাত ভোটের সংখ্যা ১৬৫০৭৩ টি, ধামরাইয়ে শত করা ৪৬.৩৭ ভোট পড়েছে এবারের নির্বাচনে।

সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে ঢাকার ধামরাই উপজেলা একটি পৌর সভা ও ১৬ টি ইউনিয়নে অবাদ ও শান্তি পূর্ন পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। ৭ জানুয়ারী নির্বাচনের দিন আইন র্শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কড়া নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়। উপজেলা জুড়ে পুলিশের পাশাপাশি বিজিবি সেনাবাহিনী র‌্যাব আনসার সহ অন্যান্য গোয়েন্দা সংস্খার সদস্যরা মোতায়েন ছিল। সাথে মোবাইল কোট পরিচালনার দায়িত্বে ছিল উপজেলা জুড়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৃন্দ। নির্বাচন কালে চয়ে বেড়িয়েছে ধামরাইয়ের সর্বত্র।

আজ রবিবার সকাল আটটা থেকে সুন্দর ও শান্তি পূর্ন পরিবেশে শুরু হয় ভোট গ্রহন। সকাল থেকে দুপুর বারটা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। উৎসব মূখর পরিবেশে ধামরাইয়ের সর্বত্র চলেছে ভোট গ্রহন।

কেন্দ্রগুলিতে নৌকার প্রার্থী ও একই দলের দু জন স্বতন্ত্র সহ তিন জনেরই ভোট ক্যাম্প থেকে ভোটার স্লিপ দিয়েছে। অন্য আরো চার জন প্রার্থী যারা ছিলেন তাদের কোনো ক্যাম্প বা প্রচার চোখে পড়েনি। এর মধ্যেও উৎসব মূখর পরিবেশ বিরাজ করে। কোনো ভোটারকে সমস্যার সম্মুখিন হতে দেখা যায়নি।

ধামরাই উপজেলা সহকারী রির্টাানিং অফিসার ও ইউএনও ধামরাই-তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, নির্বাচন সুষ্টু ও অবাদ শান্তি পূর্ন পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে।ধামরাইয়ের নির্বাচনী পরিবেশ যথেষ্ট সুন্দর ছিল। আইনর্শংখলা পরিবেশ ভালো ছিল। পুলিশের পাশপাশি বিজিবি ও সেনাবাহিনী শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখতে কঠোর নজর দারীতে করেছে।

তিনি জানান, এবার ধামরাইয়ে ভোটার সংখ্যা হচ্ছে এবার ধামরাই আসনে ভোটার হচ্ছে ৩ লাখ ৫৫ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৪১২ জন। ও নারী ভোটার রয়েছে ১৭৮৫৭০ জন। ১ হাজার ৮৮ জন নারী ভোটার বেশী ছিল ধামরাইয়ে। ভোট কেন্দ্র ১৪৯ টি, বুথ হচ্ছে ৮০৪ টি।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test