E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ৩টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

২০২৪ জানুয়ারি ০৮ ১৭:০৭:৩১
ঝিনাইদহে ৩টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। গতকাল রোববার শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়।

বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং কার্যালয় দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারি ফলাফলে দেখা যায় ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন ভোট।

ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এক লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৫২ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৬ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পান বলে প্রাপ্ত বেসরকারী ফলাফলে দেখা গেছে। জেলা রিটার্নিং কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করা হয়।

(একে/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test