E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকায় নতি বঙ্গবীরের 

২০২৪ জানুয়ারি ০৮ ১৭:২৫:০৪
নৌকায় নতি বঙ্গবীরের 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন গামছা প্রতীকের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। রবিবার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার সর্বশেষ দেয়া তথ্য থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। তবে আওয়ামী লীগের বিজয়ী অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। আর এই আসনে ভোট পড়েছে ৪২ দশমিক ৮৪ শতাংশ। বিজয়ী নৌকার অনুপম শাহজাহান টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে। ২০১৪ সালে শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর অনুপম উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কাদের সিদ্দিকী এ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।

এর আগে সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ। টাঙ্গাইলের সখিপুরে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

এ দিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বেসরকারি ফলাফলে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি ১৬ হাজার ৮৬৫ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন।

(এসএম/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test