E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'যারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অনুগত নয়, তাদের চিহ্নিত করতে হবে'

২০২৪ জানুয়ারি ১১ ২২:২০:৩০
'যারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অনুগত নয়, তাদের চিহ্নিত করতে হবে'

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : 'আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম। ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে গেল। সদর উপজেলার ১৫টি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের টিম কাজ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা নৌকা প্রতীকের জন্য কাজ করেছি। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু ৮৬% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করেছিলেন। এই বিজয় কারো দয়ার দান ছিল না।'

'৭ জানুয়ারির নির্বাচনে আমরা লক্ষ্য করলাম। আমাদের মধ্য কিছু বীর মুক্তিযোদ্ধা নৌকার বিরুদ্ধে কাজ করেছে। তাদের আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা বলতে পারি না। '

এই সকল মুক্তিযোদ্ধাকে 'খন্দকার মোস্তাকের' সাথে তুলনা করলেন সাবেক নীলফামারী মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সাবেক যুগ্ন-সচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অনুগত নয়, তাদের চিহ্নিত করতে হবে।

এ কথা আগে বলা হয়নি, কিন্তু আজ আমরা একথা বলছি, তাদের আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করতে পারি না।

আমরা বিজয় লাভ করেছি, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার বিজয় হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধীরা আমাদের কাছে পরাজিত হয়েছে।

সরকারের সাবেক এই যুগ্ম-সচিব বলেন, এই পরাজিত শত্রুরা শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছে। নির্বাচন ঠেকাও বলে যারা জ্বালাও-পোড়াও করেছে, আগামীতেও তারা এই ঘটনা আবারও ঘটাতে পারে বলে মন্তব্য করেন সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। এসময় তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা যতদিন বেঁচে থাকবো, পরাজিত অপশক্তির বিষয়ে সজাগ থাকবো। মুক্তিযুদ্ধের প্রতীক, স্বার্বভৌমত্বের প্রতীক নৌকা রক্ষা করতে হবে।

আজ দুপুরে নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সভায় নীলফামারীর নেতৃত্বস্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী এক অনানুষ্ঠানিক বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্য এইসব বিষয় আলোচনায় উঠে এসেছে।

নির্বাচন পরবর্তী এই সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (সাবেক উপ-সচিব), মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির সাবেক ডেপুটি কমান্ডার কান্তি ভুষণ কুন্ডু, সদর উপজেলা কমিটির সাবেক কমান্ডার শহিদুল ইসলাম, সদর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুধাংশু রায়, সদর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনসহ জেলার নেতৃত্বস্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

(ওআরকে/এএস/জানুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test