E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আদালতের নির্দেশ অমান্য করে শ্রীনগর প্রেসক্লাবের কমিটি গঠন

২০২৪ জানুয়ারি ১৫ ২৩:৩৯:২৪
আদালতের নির্দেশ অমান্য করে শ্রীনগর প্রেসক্লাবের কমিটি গঠন

শ্রীনগর প্রতিনিধি : আগামী ১৯ জানুয়ারী শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচন কে কেন্দ্র করে গঠনতন্ত্রের শর্ত পূরণ না করে নির্বাচনের উদ্যোগ নেয়ায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিবাদমান পরিস্থিতি সৃষ্টি হয়।

সাংঘর্ষিক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে প্রেসক্লাবের সদস্য মোঃ শাহ আলম আদালতের শরণাপন্ন হন। তিনি বিজ্ঞ আদালতে শ্রীনগর প্রেসক্লাবের নির্বাচনের ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ চেয়ে আদালতে মামলা করেন। যার মামলা নং - ০৩/২৪ তারিখ ১৪/১/২৪ ইং। মহামান্য আদালত মামলাটির শুনানির দিন ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং ধার্য্য করেছেন। এতোদ্বসত্ত্বে বিতর্কিত ওই গ্রুপটি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৫ জানুয়ারি সোমবার বিকালে কমিটি গঠন করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করা যা মহামান্য আদালতের আদেশের অবমাননার শামিল।

উল্লেখ্য যে শ্রীনগর প্রেসক্লাবে আসন্ন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলা হয়েছে। গত রবিবার(১৪ জানুয়ারী ২৪ ইং) প্রেসক্লাবে সদস্য মোঃ শাহ আলম বাদী হয়ে মাননীয় শ্রীনগর সহকারী জজ আদালত মুন্সিগঞ্জে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বিবাদীগণ শ্রীনগর প্রেসক্লাবের গঠনতন্ত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে বিগত বছরগুলোতে প্রেসক্লাবের সদস্য হয়েছিলেন। নিম্নলিখিত সদস্যগণ প্রতারণার আশ্রয় নিয়ে সদস্যপদ অর্জন করে বিতর্কের সৃষ্টি করে। বিবাদীরা হলেন আরিফুল ইসলাম শ্যামল, সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, প্রতিনিধি দৈনিক আলোকিত সকাল। মোঃ অমিত খাঁন, সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, প্রতিনিধি দৈনিক ভোরের পাতা।

মোঃ মোহন মোড়ল সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, প্রতিনিধি দৈনিক খবর,সাইফুল ইসলাম শিপু সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, প্রতিনিধি দৈনিক রুদ্র বাংলা। শাহজাহান খাঁন,সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, প্রতিনিধি দৈনিক আমার সংবাদ,শফিকুল ইসলাম তাপস সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, প্রতিনিধি দৈনিক সবুজ নিশান।

মীর রাতুল সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, দৈনিক সকালের সময় এবং আজিজুল ইসলাম রনি, সদস্য শ্রীনগর প্রেস ক্লাব, দৈনিক দিনকাল।

১৯৮৭ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে "শ্রীনগর প্রেসক্লাব" নামে সাংবাদিক সংগঠনটি গঠন করা হয়।

(এম/এএস/জানুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test