E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোল্লাবাজার ব্রীজ হতে আর কত কাল!

২০২৪ জানুয়ারি ১৫ ২৩:৪৪:৩৫
মোল্লাবাজার ব্রীজ হতে আর কত কাল!

নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ি, লৌহজং, সিরাজদিখান বাসীদের দুঃখের নাম এই মোল্লাবাজার ব্রীজ। ডিজিটাল যুগেও এই এলাকার মানুষদের ঢাকায় যাতায়াতের জন্য ফেরি পার হতে হয় তাও ট্রলার ফেরী!

উল্লেখ্য, এলজিআরডি ২০১৮ সালের ৬ জুলাই ২৫২ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ শুরু করে, যা ২০২০ সালের ৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। উপরন্তু, সেতুর মধ্যভাগ ও উত্তর প্রান্তের কাজ এখনো আঁতুড় ঘরে। কাজের এই শম্বুক গতি দেখে মনে হয়, সেতুর কাজ শেষ হতে আরও একযুগ লাগতে পারে।

সেতুটি নির্মাণ শেষ হলে এই এলাকার মানুষেরা বেতকা হয়ে ঢাকার পোস্তগোলা পর্যন্ত ২৭ কিলোমিটার পথ মাত্র ৩০-৪০ মিনিটে যেতে পারবে। বর্তমানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে বা মুক্তারপুর নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছতে সময় লাগছে আড়াই থেকে তিন ঘন্টা।

ধীরগতির কাজ চলছে দিনের পর দিন। ট্রলারকে ফেরী বানিয়ে চলছে ছোট জান বাহন সহ মানুষ পাড়াপাড়।কোন ষড়যন্ত্র ভড় করেছে সেতুটির উপর? এমন হাজারো প্রশ্ন জনমনে।
সেতুটির নির্মাণ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

(এনডি/এএস/জানুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test