E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা

২০২৪ জানুয়ারি ১৬ ১৯:২৬:৩৯
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরের শাখারপর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন বই। নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত তারা, শত আনন্দের পরও কিছুটা কমতি রয়েছে তাদের যাতায়াতের সড়ক বিদ্যালয়ের যাতায়াতের সড়কটি না থাকায় ভোগান্তির শেষ নেই কোমলমতি এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা। 

২০১৭ সালে প্রতবিন্ধী কল্যাণ সংস্থা নামে একটি স্কুল প্রতষ্ঠিা করনে ভ্যানচালক সলেমি শরীফ। তারপর ২০১৮ সালে প্রতষ্ঠিা করনে প্রতবিন্ধী বিদ্যালয়। ২০২০ সালে বিদ্যালয়রে নামে রাজৈর উপজলোর শাখারপাড়ে ২০ শতাংশ জায়গা কিনে শুরু করনে স্কুলরে কার্যক্রম। আজ মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে বিশেষ চাহিদা সম্পুন্ন ২২৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন উপ সচিব, উপ পরিচালক, স্থানীয় সরকার মাদারীপুর মোঃ নজরুল ইসলাম । নতুন বই হাতে পেয়ে মহাখুশি এসব শিক্ষার্থীরা।

স্কুলে স্বচ্ছোয় শ্রম দিয়ে যাচ্ছনে ১৯ জন শক্ষিক ও র্কমচারী। বিদ্যালয়ের উপজেলার প্রায় ২৫০ জন প্রতবিন্ধী শিক্ষার্থীরা লেখাপড়া করেন । লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিভিন্নভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও উপার্জন করছেন অর্থ। কারিগরি শিক্ষার মধ্যে রয়েছেন নকশীকাঁথা তৈরি, ঠোঙ্গা তৈরি, মোমবাতি তৈরি, এলইডি বাল্ব তৈরি ও সেলাই মেশিন প্রশক্ষিণসহ নানা প্রশক্ষিণ । বর্তমানে বিদ্যালয়ের স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা ও বিদ্যালয়ের যাবার জন্য একটি রাস্তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছেন। বিদ্যালয়ে প্রবেশ মুখে একটি রাস্তার অভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিদ্যালয় নিয়মিত যাতায়াত করতে পারছেন না।

(বিকেডি/এএস/জানুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test