E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াশায় বন্ধ থাকার ৫ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল শুরু

২০২৪ জানুয়ারি ২০ ১৮:১৫:১৭
কুয়াশায় বন্ধ থাকার ৫ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল শুরু

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ঘন কুয়াশায় চলাচল বন্ধ থাকা সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ আবারও উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় পাঁচ ঘণ্টা পর বিমানবন্দরটিতে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বেলা ২টা ৪০ মিনিট থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, এয়ার এ্যাস্ট্রা, ইউএস-বাংলা ও নভোএয়ারের ছয়টি উড়োজাহাজের ঢাকাগামী চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুপুর ১২টায় বিমানবন্দর রানওয়েতে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ৬০০ মিটার। ফলে বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় হয়। এতে দুর্ভোগে পড়েন চার শতাধিক ঢাকাগামী বিমানযাত্রী। বেলা দেড়টায় দৃষ্টিসীমা বেড়ে ১ হাজার ২০০ মিটারে দাঁড়ায়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। বেলা দেড়টার পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় উড়োজাহাজ চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা পাওয়া যায়, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকা-সৈয়দপুর রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

(ওকে/এসপি/জানুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test