E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঝালকাঠি পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

দুটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও উদ্ধার হওয়া ১১টি স্মার্ট ফোন মালিকদের প্রদান

২০২৪ জানুয়ারি ২০ ২২:২৫:৪৯
দুটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও উদ্ধার হওয়া ১১টি স্মার্ট ফোন মালিকদের প্রদান

মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ১১টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। শনিবার দুপুরে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ফোনের প্রকৃত মালিকদের হাতে তা তুলে দেন। 

এ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ফোন উদ্ধার ছাড়াও আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলেন পুলিশ সুপার। জানুয়ারি মাসে ঝালকাঠিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকা-ের রহস্য উন্মোচন করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার জানান, গত ১৫ জানুয়ারি ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিককে হত্যার সঙ্গে জড়িত নারী শিরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। অপরদিকে গত ৭ জানুয়ারি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফুয়াদ কাজীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় কাজী শাহ নেওয়াজ জনি নামে একজনকে গ্রেপ্তার করা হয়। শাহ নেওয়াজ পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এছাড়াও এ দুটি হত্যাকাণ্ডে আরো যারা জড়িত আছে, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার। তিনি বলেন, ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সব সময় তৎপর রয়েছে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.আনোয়ার সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(এমআর/এসপি/জানুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test