E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ছেলের পিতৃপরিচয় দাবীতে আদালাতে মামলা হতদরিদ্র নারীর

২০২৪ জানুয়ারি ২২ ১৯:৪৯:০৭
বাগেরহাটে ছেলের পিতৃপরিচয় দাবীতে আদালাতে মামলা হতদরিদ্র নারীর

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের (৯) পিতৃপরিচয় সনাক্তের দাবীতে নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল- ২ আদালতে মামলা দায়ের করেছেন। ফাতেমা বেগম (৪৮) নামে মানুষিক ভারসাম্যহীন হতদরিদ্র এক নারী সোমবার দুপুরে বাগেরহাট জেলা লিগাল এউডের মাধ্যমে জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের সরোয়ার শেখের নামে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মো. মঈন উদ্দিন মামলাটি গ্রহন করে আসামী সরোয়ার শেখের নামে সমন জারি করেন।

বাগেরহাট জেলা লিগাল এউডের আইনজীবী জাহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের আফসার খানের মেয়ে ফাতেমা বেগম প্রায়ই আমার মানুষিক ভারসাম্য থাকে না। এই অবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের সরোয়ার শেখ ২০১৩ সালের সেপ্টেম্বর একই এলাকার ফাতেমা বেগমকে ধর্ষণ করলে সে গর্ভবতী হয়ে পড়ে। এই অবস্থায় মেয়েটি ২০১৪ সালে একটি ছেলে সন্তান জন্ম দিলে সরোয়ার সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায়। তখন দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকে সন্তানের পিতৃপরিচয় ও ভরনপোষন দিতে রাজি হয়ে এলাকা থেকে পালিয়ে যায় সরোয়ার। সরোয়ার এলাকার প্রভাবশালী হওয়ায় সন্তানের পিতৃপরিচয় দিতে রাজি হয়না। এই অবস্থায় ফাতেমা বেগম সোমবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ আদালতে জেলা লিগাল এউডের মাধ্যমে সরোয়ার শেখের নামে মামলা দায়ের করেন। মামলায় ডিএনএ টেস্টের মাধ্যমে বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের পিতৃপরিচয় সনাক্তের দাবি করা হয়। আদালতের বিচারক মো. মঈন উদ্দিন মামলাটি গ্রহন করে আসামী সরোয়ার শেখের নামে সমন জারি করেন।

(এসএসএ/এএস/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test