E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে এনজিওর সমাজ উন্নয়ন সংস্থার ফাঁদে সর্বশান্ত কয়েকশ পরিবার

২০২৪ জানুয়ারি ২৪ ১৮:৪৮:০৫
বাগেরহাটে এনজিওর সমাজ উন্নয়ন সংস্থার ফাঁদে সর্বশান্ত কয়েকশ পরিবার

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও'র ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে কয়কশ পরিবার। এ ঘটনায় রামপাল থানায় গতকাল মঙ্গলবার দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। এনজিও কর্মকর্তা একটা ফোন নম্বর পাওয়া গেছে। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 

অভিযোগে জানা গেছে, একটি প্রতারক চক্র সরকার অনুমোদিত সমাজ উন্নয়ন সংস্থার (এসইউএস) নামে একটি সাইনবোর্ড টানিয়ে অফিস নেয়। এরপর ওই চক্রের সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সদস্য সংগ্রহ করে। সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নারীপুরুষদের লোভনীয় অফার দেয়। সদস্যের অবস্থা বুঝে কাউকে গাভী পালনের জন্য, কাউকে দোকান, কাউকে মৎস্য ঘেরের জন্য লোন দেয়ার কথা বলে। সুযোগ বুঝে ওই চক্রের সদস্যরা দুই হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যস্ত হাতিয়ে নেয়। মঙ্গলবার উপজেলার শ্রীফলতলা নতুন রাস্তার মোড়ে রাজ্জাক হাওলাদারের ভাড়া দেওয়া অফিসে গ্রাহকেরা ঋন নিতে এসে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এভাবে উপজেলার পেড়িখালী গ্রামের বাদশা ইজারাদারের স্ত্রী লাইলী বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা, কাদিরখোলা গ্রামের আতাউর রহমানের স্ত্রী ফিরোজা বেগমের কাছ থেকে ৪৫ হাজার টাকা, পেড়িখালী গ্রামের নাজমুল শেখের স্ত্রী ইরানী বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা, ফরিদ শেখের স্ত্রী চম্পা বেগমের কাছ থেকে ১৫ হাজার টাকা, সিকিরডাঙ্গার বুলিনা বেগমের কাছ থেকে ৪৫ হাজার টাকাাসহ পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় অর্থ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চটকদার প্রলোভনে ফেলে রশিদ ছাড়া ওই প্রতারক চক্র বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ব্যাপারে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারী) লিখিত অভিযোগ পাওয়া গেছে। একটা ফোন নম্বর পাওয়া গেছে। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

(এস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test