E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যক্তির বাগানবাড়ি নষ্ট করে নির্মাণ হচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের কালভার্ট

২০২৪ জানুয়ারি ২৫ ১৯:১১:০৪
ব্যক্তির বাগানবাড়ি নষ্ট করে নির্মাণ হচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের কালভার্ট

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাগানবাড়ি নষ্ট করন নির্মাণ করা হচ্ছে ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে সরকারি কালভার্ট। বাড়ির মালিকের সাথে কোনো প্রকার কথা না কলেই তড়িগড়ি করে বাগানের ভেতর থেকে রাস্তাসহ  নির্মান কাজ চালানো হচ্ছে কালভার্ট। এরফলে ক্ষতি হবে ওই বাগানবাড়ির শতশত ফলদ গাছ ও জমি। 

শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মো. আব্দুল মজিদ জানান, রাজেস্বর গ্রামে তার মালিকানা সাড়ে চার একর জমিতে সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তিনি তৈরি করেছেন বাগানবাড়ি। সেখানে নিজেদের চলাচলের জন্য পার্শ্ববর্তী খালে দেয়া হয় সাঁকো। পরবর্তীতে সেই সাঁকো ভেঙ্গে কাঠ দিয়ে অস্থায়ী পুল তৈরি করেন তারা। কিন্তু বর্তমানে তাকে না জানিয়ে সেই পুল ভেঙ্গে বাড়ির উপর থেকেই সরকারিভাবে স্থায়ী কালভার্ট নির্মাণ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। যার কারনে ওই বাড়ির গাছপালা ও জমির ব্যাপক ক্ষতি হবে বলে জানান তিনি। রাস্তাসহ কালভার্টটি দুই বাড়ির সীমানা নিয়ে করা হয় তাহলে উভয়ের জন্যই সুবিধা। বাগানবাড়ীর উপর দিয়ে রাস্তাসহ কালভার্ট নিমাণ কাজ বন্ধ না করলে তার বাড়িটি মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে জানান তিনি।

রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, ব্যক্তি মালিকানা জমিতে সরকারি কালভার্ট করতে হলে বাড়ির মালিকের সাথে সমন্বয় করে করতে হবে। সেখানে ইচ্ছা মতো কাজ করা ঠিক না। তাই পরিকল্পনা করে সঠিক যায়গায় কালভার্ট করা উচিৎ। তবে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আমিরুল ইসলাম বলেন, যেখানে রাস্তা আছে সেখানেই কালভার্ট করছি।

শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত বলেন, কালভার্ট দুই বাড়ির সীমানা নিয়ে করা হয় তাহলে উভয়ের জন্যই সুবিধা। পরিকল্পনা ছাড়া বাগানবাড়ির ভেতরে কালভার্ট ও রাস্তা করলে ওই বাড়ির মালিকের অনেক ক্ষতি হবে। তিনি আদালতে গেলে রাস্তাসহ কালভার্ট নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে।

(এস/এসপি/জানুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test