E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজদের বিদায় সংবধর্না

২০২৪ জানুয়ারি ২৭ ১৭:৪৭:১৭
সুবর্ণচরে মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজদের বিদায় সংবধর্না

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়ন মধ্যচরবাটা গ্রামে অবস্থিত মোহাম্মদিয়া হাফেজী মাদ্রাসায় বিদায়ী হাফেজদের বিদায় সংবর্ধনা, দোয়া ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

রব্বানীয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সিফাত উল্যাহর সঞ্চালনায় ও মোহাম্মদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ছানা উল্যাহর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্যাহ, প্রধান অতিথি ছিলেন ২ নং চরবাটা ইউনিয়ন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আকবর হোসেন শাজনাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সসেবক মাওলানা জামাল উদ্দিন মুকুল, দুলাল মিয়ারহাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হোছাইন আহমদ, চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সুপার মাওলানা খোবাইব আহমেদ, সৌদি প্রবাসী হাফেজ বখতিয়ার, ভূঁইয়ার হাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলমসহ বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠান প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মোহাম্মদিয়া হাফেজী মাদ্রাসাটিকে আধুনিক হিসেবে রুপান্তর করতে চাই, এলাকাবাসী সকলে এগিয়ে আসলে আসরা ছাত্রদেরকে একটি আদর্শবান শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবো।

প্রত্যান্ত অঞ্চলে এমন একটি মানসম্মত প্রতিষ্ঠান হওয়ায় সন্তুষ্ঠ এলাকাবাসী, সকলের সহযোগিতায় প্রতিষ্টানটিকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বিদায়ী ১২জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি ৩ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালানা করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ছানা উল্যাহ কাজী।

(এস/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test