E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২০২৪ জানুয়ারি ২৮ ২১:৪৬:৫০
নড়াইলে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাদক মামলায় ছত্তার কবিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত ছত্তার কবিরাজ যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের মৃত মোসলেম কবিরাজের ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সঞ্জীব কুমার বোস বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৩ সালে জুন মাসের ৮ তারিখে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের একটি টহল দল দুপুর অনুমান তিনটার সময় পেড়লী গ্রামের ফখরুল শেখের রাড়ীর পাশে রাস্তা দিয়ে মাদক কারবারী ছত্তার কবিরাজ সহ শিশু সুজন শিকদার একটি প্লাস্টিকের বস্তা নিয়ে যাচ্ছিল এটা দেখে তাদের তল্লাশি করে পুলিশ। পরে বস্তার মধে তিনটি নারিকেলের মধ্যে থেকে ১০ বোতল করে ৩০ বোতল ও কাপড় দিয়ে মোড়ানো ১০ বোতল মোট ৪০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে পুলিশ।

এ ঘটনায় কালিয়া থানায় মাদক নিয়ন্ত্রণআইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রকিবুজ্জামান শিশু সুজনকে শিশু আইনে ও ছত্তার কবিরাজকে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি পুলিশ প্রতিবেদন দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৫ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক কারবারি ছত্তার কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

(আরএম/এএস/জানুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test