E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শিশু কল্যাণে ২ দিনব্যাপী সম্মেলন 

২০২৪ জানুয়ারি ৩০ ১৮:৫৫:৩৯
বাগেরহাটে শিশু কল্যাণে ২ দিনব্যাপী সম্মেলন 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় শিশু কল্যাণ বিষয়ক দুই দিনব্যাপী জনগনের সম্মেলন আজ মঙ্গলবার শেষ হয়েছে।

স্থানীয় কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশনের আয়োজন এই সম্মেলনে বাল্য বিয়ে, শিশুশ্রম, মাদকাসক্তি, শিশু নির্যাতন, শিশু পাচার, ইভটিজিং, নিরাপত্তাহীনতা, অসৎসঙ্গ, সুপেয় পানির সমস্যা ও পয়ঃনিস্কাশন, গুনগত শিক্ষার ঘাটতি, বিকল্প অয়ের উৎসের সল্পতা, প্রকৃতিক দুর্যোগ ও জনবায়ু পরিবর্তন, পুষ্টিহীনতা এবং প্রতিবন্ধি বান্ধব শিক্ষা-সুযোগের অভাবসহ এলাকায় শিশু কল্যানে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। এসব সমস্যা আগামী পাঁচ বছর কাজ করবে বলে জানান হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত। শিশুদের সমস্যা চিহ্নিত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটা ইউপি চেযারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডাইরেক্টর রাজু উলিয়াম রোজারিও প্রমুখ। সম্মেলনে স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিশু-যুব, বিভিন্ন পেশাজীবী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test