E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে হুইপ হিসেবে গার্ড অব অনার গ্রহণ করলেন মাশরাফী 

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৫৫:১৮
নড়াইলে হুইপ হিসেবে গার্ড অব অনার গ্রহণ করলেন মাশরাফী 

নড়াইল প্রতিনিধি : হুইপ হিসেবে গার্ড অব অনার গ্রহণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) হুইপ মাশরাফি বিন মুর্তজা নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে ‘সম্মৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফি বিন মুর্তজা।

নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন, নড়াইল প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলসহ প্রশাসনের কর্মকর্তারা।

মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ার পর নড়াইলে এটাই তার প্রথম আগমন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test