E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই মা পলাতক

২০২৪ ফেব্রুয়ারি ০১ ২০:৪২:২৯
তিন সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই মা পলাতক

গোপালগঞ্জ প্রতিনিধি : তিন কন্যা সন্তানকে বিষপান করিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই মা পলি বেগম বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে পালিয়েছে। ছোট মেয়ে মীম মারা যাবার পর অসুস্থ বড় মেয়ের অবস্থা আশংকাজনক। তাদের বাবা টিটু মোল্লা হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ২ মেয়েকে নিয়ে ঢাকা গেছেন বলে জানাগেছে ।

পলি বেগম নড়াইলের লোহাগড়ার উপজেলার ইতনা ইউনিয়নের লঙ্কারচর গ্রামের টিটো মেল্লার স্ত্রী।

গৃহবধূ পলি বেগমের ওপর শাশুড়ি সেকেলা বেগম মানসিক নির্যাতন করে আসছিলেন। তার বাবার একাধিক বিয়ে নিয়ে ভৎসনা করে শাশুড়ি তার জীবন অতিষ্ট করে তুলেছিলেন। এছাড়া ওই গৃহবধূর ওপর চলত শাশুড়ির শারিরীক নির্যাতন। শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কীটনাশক পান করেন পলি বেগম। পরে চামচে করে একে একে তার মাদ্রাসায় পড়ুয়া ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মীমকে বিষ পান করান। তাদের চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে তাদেরকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ছোট মেয়ে দেড় বছরের মীম মারা যায়।

টিটো মোল্লা বলেন, আমার ছোট মেয়ে মারা গেছে। বড় মেয়ের অবস্থা ভালো না। স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে সকালেই দু’ মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমরা ঢাকা আছি আর কিছু বলতে পারব না।

পলি বেগমের মা রাজিয়া বেগম (৬০) বলেন, আমার মেয়েটা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। একদিকে ওর বাবা থেকেও নেই ( বিদেশে থাকেন) কোন খোঁজ খবর রাখে না। আমাকে বিয়ে করার পরেও সে আরও ৮ টি বিয়ে করে। এই ঘরে দুই সন্তানকে রেখে আমার অন্যত্র বিয়ে হয়। সেই সংসারে এখন ৮ সন্তান। আমার মেয়ে পলির তিনটি মেয়ে একটা মারা গেল। বাকি দুইজনের অবস্থা কি হয় আল্লাহই জানে। আল্লাহর কাছে দু’হাত তুলে বলি আমার এই দুই নাতিকে রেখে যাও।

গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী-পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, মাও তিন সন্তানের অসুস্থ হয়ে গত মঙ্গলবার রাতেই গোপালগঞ্জের শেখসারা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ছোট মেয়ে চিকিৎনসাধীন অবস্থায় মারা যায়। মা পলি বেগম ও মেজো মেয়ে আমেনার অবস্থা কিছুটা ভালো। বড় মেয়ে আফসানা এখনো শঙ্কামুক্ত নয়। নির্দিষ্ট সময় অতিক্রম না করা পর্যন্ত বলা যাবে না চিকিৎসাধীন শঙ্কামুক্ত কি না। আজ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে মা ও ২ মেয়ে চলে গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, টিটো মোল্লার সাথে ২১ ফেব্রুয়ারি ২০১৪ সালের গোপালগঞ্জের কাশীয়ানি উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়ি গ্রামের শরিফুল শেখের মেয়ে পলি বেগমের বিয়ে হয়। বিয়ের পরে থেকে তার শাশুড়ি নানা ভাবে নির্যাতন করতে থাকে। স্বামীকে বলেও কোন প্রতিকার না পেয়ে তিন সন্তানকে বিষ খাইয়ে পলি বেগম আত্মহত্যার উদ্দেশ্যে নিজেও বিষ পান করেন।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test