E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের ৩ দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:৩৯:৫২
নীলফামারীতে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের ৩ দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী সদর, ডোমার, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার ১০০ জন কিশোর কিশোরী ক্লাব সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ প্রদান করেছে ইএসডিও জানো প্রকল্প। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার নীলফামারী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ রুমে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান, প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরিফ  আহম্মেদ শাহ্ প্রশিক্ষণের প্রশিক্ষক মোছাঃ শাকিলা আক্তার।

পোরশিয়া রহমান বলেন, জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে নীলফামারী এবং রংপুর জেলার ৭ টি উপজেলায় একযোগে সরকারের পুষ্টির উন্নয়ন কাজে সহায়ক হিসেবে কাজ করে আসছে এরই ধারাবাহিকতা প্রকল্পের আওতাধীন প্রতিটি উপজেলার ২৫ জন করে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের ব্লক বাটিক প্রশিক্ষণ গ্রহণ করেছে।

(ওআরকে/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test