E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে বিআরটিসি বাসে পিষ্ট হয়ে নিহত ৪, আহত ৫

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৪:৪১:২৭
দিনাজপুরে বিআরটিসি বাসে পিষ্ট হয়ে নিহত ৪, আহত ৫

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে পিষে মেরেছে বিআরটিসি বাস। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের প্ল্যান বাজার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলেভ্যান চালক নজরুল ইসলাম নজু (৪৫), প্ল্যান বাজার বটতলী গ্রামের আজিম উদ্দিনের ছেলে দিন মজুর আব্দুল মজিদ (৫০), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে লতা ইয়া চাকমা (৫২) ও চাকমা সাইঙ্হো চাকমা (৪৫)। এরা সবাই ঘটনা স্থলেই নিহত হন। চাকমা দুইজন মধু বিক্রেতা।তারা দিনাজপুরে মধু বিক্রি করতে আসেন।
নিহত ও আহতরা সবাই একটি টং দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন ।এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি দ্রুতগতির একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরো ৫ জন।এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ,দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধারেরচপর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং চারটি মরদেহ মর্গে প্রেরণ করেছে।

এ দূর্ঘটনার পর সকাল সোয়া ৯টা পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় জনতা স্পিডব্রেকার ও স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত হয়ে স্পিডব্রেকার ও স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা চালুর আশ্বাস দিয়ে
যান চলাচল স্বাভাবিক করার করেন।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test