E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগ ও বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক রাজীব ও সমর

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৮:০৫:২৪
আ.লীগ ও বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক রাজীব ও সমর

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। তিনি একাধারে সাবেক ভিপি সাভার কলেজ ছাত্র সংসদ, সাবেক সভাপতি সাভার কলেজ ছাত্রলীগ, সাবেক সভাপতি- সাভার উপজেলা ছাত্রলীগ। ৭৫ পরবর্তী সময়কালীন এক জনপ্রিয় ছাত্রলীগ নেতা। তিনি ৭ম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন।

৭৫ এর কালো অধ্যায়ের পর যখন গুটি কয়েক লোক মুজিব হত্যার বিচার চেয়েছিলেন তখন মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের সকলেই সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হোন। পিতা প্রবীন সাংবাদিক ওয়াসিলউদ্দিন ছিলেন একজন কলমযোদ্ধা। ১৯৭১ সনে বঙ্গবন্ধুর ও মুক্তিকামি বাঙ্গালীর পক্ষে সংবাদ প্রকাশ করায় গান পাউডার দিয়ে তার বসতবাড়ি পুরিয়ে দিয়েছিল পাক হায়নারা। তুখোড় এই ছাত্রনেতা খুব ছোটকাল থেকে বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। এই জায়গাতে একদম আপসহীন একজন ব্যক্তি। খুব ছোট্টকাল থেকেই প্রবীন আওয়ামীলীগ নেত্রীবৃন্দর নজর কেড়েছেন বঙ্গবন্ধুর এই সৈনিক।

৪ ভাই ৩ বোনের মধ্যে রাজীব ৫ম। একই পরিবারের ৩ ভাই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত এটি সচরাচর দেখা যায় না। বড় ভাই জাহাঙ্গীর আলম জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বপালনের মধ্য দিয়ে দীর্ঘদিন আগলে রেখেছেন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে।

ছোট ভাই ফখরুল আলম সমর সাভার কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক থেকে সর্ব শেষ ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালনে অত্যন্ত দুঃসময়ে সর্বোচ্চ ত্যাগ শিকারের পরিচয় দিয়েছেন। খালেদা-নিজামী জোট সরকারের আমলে আওয়ামীলীগের একমাত্র নৌকার কাণ্ডারি হয়ে সাভার আশুলিয়াকে আগলে রেখেছিলেন জননন্দিত এ নেতা। বর্তমানে তিনি সফলতার সাথে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মহামারী করোনা ভাইরাস সংক্রামণের ফলে দেশে যখন নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছিলো, সেই সময় মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, বস্ত্র এমনকি ওষুধও পৌঁছে দিয়েছেন। তার নির্দেশে সাভার আওয়ামীলীগের অংগসংঠনগুলো নিরলসভাবে প্রধানমন্ত্রীর উপহার সহ মঞ্জুরুল আলম রাজীবের নিজস্ব তহবিল থেকে প্রতিনিয়ত সহযোগীতার কাজ চালিয়ে যাচ্ছে।
একজন সফল সাংবাদিক পুত্র হওয়ায় তিনি একজন সাংবাদিক বান্ধব নেতা হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। অসুস্থ ও অবহেলিত সাংবাদিকের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

এছাড়াও সমাজের সন্ত্রাস ও মাদক নির্মূলে তার অবদান উল্লেখযোগ্য। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় অনেকের রোষানলে পড়তে হয়েছে তাকে। তাই আধুনিক সুশৃঙ্খল সাভার গড়তে মঞ্জুরুল আলম রাজীব এর বিকল্প নেই বলে মনে করেন সাভারের সাধারণ জনগণ।

বর্তমানে তিনি সাভার উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন এবং তার ছোট ভাই ফখরুল আলম সমর বর্তমানে তেঁতুলজোড়া ইউনিয়ন চেয়ারম্যান। আগামীতেও সাভারের উন্নয়নের লক্ষ্যে তারা চেয়ারম্যান প্রার্থী।

(টিজি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test